প্রিন্ট এর তারিখঃ Sep 29, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 10, 2025 ইং
যশোরের বিশিষ্ট ব্যবসায়ী হাসান আলী আর নেই, আজ ঈদগাহ্ ময়দানে জানাজা

ChatGPT said:
দেশের বিশিষ্ট কনস্ট্রাকশন ব্যবসায়ী ও যশোরের হাসান ইন্টারন্যাশনালের কর্ণধার হাসান আলী ইন্তেকাল করেছেন। আজ (১০ আগস্ট) সকাল ৬টায় ঢাকা এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
হাসান আলী সমাজসেবার বিভিন্ন কাজে সক্রিয় ছিলেন এবং সমাজসেবক হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যু সংবাদে পোস্ট অফিস পাড়ায় তার বাড়িতে স্বজন ও গুণগ্রাহীদের ভীড় লক্ষ্য করা গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ আসর নামাজের পর ঈদগাহ্ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে হাসান আলীর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ৬ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার সন্তানরা পিতার আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Jashore Now