সজীব ওয়াজেদ জয়: আওয়ামী লীগের অনুশোচনা বা ক্ষমা চাওয়ার বিষয় জনগণের সঙ্গে, কোনো গোষ্ঠীর সঙ্গে নয়
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগের যেকোনো অনুশোচনা বা ক্ষমা চাওয়ার বিষয় হবে বাংলাদেশের জনগণের সঙ্গে, কোনো এনজিও-সমর্থিত ক্ষমতা দখলকারী গোষ্ঠীর সঙ্গে নয়।
শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলে (ডিডাব্লিউ) প্রকাশিত একটি প্রতিবেদন শেয়ার করে তিনি এ মন্তব্য করেন। পোস্টে জয় আরও লেখেন, আওয়ামী লীগ জনগণের দল, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল, এবং সবসময় জনগণের কাছেই ফিরে যাবে।
ডয়চে ভেলের ওই প্রতিবেদনে আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে উদ্ধৃত করে বলা হয়, ৫ আগস্টকে ঘিরে কোনো ক্ষমা চাওয়ার প্রয়োজন হলে তা শুধুমাত্র জনগণের সঙ্গে হবে, এবং রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি বিবেচনা করা হবে।
ক্ষমা চাওয়া প্রসঙ্গে আরাফাত বলেন, “গত এক বছরে যারা হত্যা করেছে, তারা কি তার জন্য অনুশোচনা করেছে? ৫ আগস্টকে কেন্দ্র করে যে হত্যাকাণ্ড ঘটেছে, আমরা তো সব হত্যার বিচারের কথা বলেছি। স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠন করেছিলাম। অথচ যারা আমাদের ক্ষমা চাওয়ার কথা বলছে, তারা হত্যাকারীদের দায়মুক্তি দিয়েছে। যারা ঘরে ঘরে ঢুকে হত্যা করেছে, মব সন্ত্রাস চালিয়েছে, তার জবাব কে দেবে?”
জনভিত্তি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখানে জঙ্গি, যুদ্ধাপরাধী, সাম্প্রদায়িক শক্তি ও সাম্রাজ্যবাদী অর্থায়ন যুক্ত হয়েছে। পরিকল্পিতভাবে পরিস্থিতি তৈরি করা হয়েছে—লাশের পর লাশ ফেলা হয়েছে, মানুষের মন বিষিয়ে তোলা হয়েছে। তবে এক বছরের মাথায় দেশের বেশির ভাগ মানুষ বুঝতে পেরেছে, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।”
আরাফাতের দাবি, আওয়ামী লীগ চায়নি আর কোনো প্রাণহানি হোক, তাই স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়েছে। “আওয়ামী লীগ চাইলে হত্যা করে ক্ষমতায় থাকতে পারত, কিন্তু আমরা জনগণের দল, তাই সেটি চাইনি,” বলেন তিনি।