প্রিন্ট এর তারিখঃ Sep 29, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 12, 2025 ইং
বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের

ChatGPT said:
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার ব্যবসায়ীদের এ দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যবসার জন্য অত্যন্ত সম্ভাবনাময় এবং বর্তমানে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ রয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার স্থানীয় সময় দুপুরে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক এক সভায় তিনি এ বক্তব্য দেন। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ হাইকমিশন ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এটি প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনের কর্মসূচি ছিল।
সভায় মালয়েশিয়ার চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ইউনূস জানান, অন্তর্বর্তী সরকার শুরু থেকেই ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে পদক্ষেপ নিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, নতুন বাংলাদেশ গড়তে অর্থনৈতিক সমৃদ্ধি অপরিহার্য, আর এজন্য বিদেশি বিনিয়োগ গুরুত্বপূর্ণ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Jashore Now