প্রিন্ট এর তারিখঃ Sep 29, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 30, 2025 ইং
সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের অভিযানে ৫৫০ কেজি কাঁকড়া জব্দ

ChatGPT said:
সুন্দরবন সীমান্ত থেকে পাচারের উদ্দেশ্যে তোলা প্রায় ৫৫০ কেজি কাঁকড়া জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় তিনজনকে আটক করা হলেও পরে মুচলেকার ভিত্তিতে তাদের ছেড়ে দেওয়া হয়।
কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মহসিন শুক্রবার (২৯ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পৃথক দুটি অভিযানে কাঁকড়াগুলো উদ্ধার করা হয়—একটি অভিযান বৃহস্পতিবার রাত এবং অন্যটি শুক্রবার সকালে।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে স্টেশন রূপসা কোস্ট গার্ড সদস্যরা খান জাহান আলী টোল প্লাজার কাছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। খুলনা থেকে বাগেরহাটগামী একটি ট্রাক তল্লাশি করে প্রায় ৩০০ কেজি কাঁকড়া উদ্ধার করা হয় এবং তিনজনকে আটক করা হয়। পরবর্তীতে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে কাঁকড়াগুলো রূপসা নদীতে অবমুক্ত করা হয়। ট্রাক ও আটককৃতদের মুচলেকায় ছেড়ে দেওয়া হয়।
পরদিন শুক্রবার সকাল ১১টার দিকে স্টেশন দোবেকি কোস্ট গার্ড সুন্দরবনের আর পাঙ্গাসিয়া নদীতে অভিযান চালায়। এ সময় চারটি কাঠের নৌকা থেকে প্রায় ২০০ কেজি কাঁকড়া জব্দ করা হয়। স্থানীয় চারুদের সহায়তায় কাঁকড়াগুলো নদীতে অবমুক্ত করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মহসিন জানান, জব্দ হওয়া কাঁকড়ার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা। সব কাঁকড়াই বন বিভাগের তত্ত্বাবধানে নদীতে ছেড়ে দেওয়া হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Jashore Now