আজ সোমবার দুপুরে পুরান ঢাকার সরকারি কবি নজরুল কলেজের সামনে সদরঘাটগামী দুটি বাসের ধাক্কায় আহত হন নিকিতা পাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার আদর্শ সদর উপজেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে কবি নজরুল কলেজের সামনে তানজিল পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে নিকিতা পাল সড়কে পড়ে যান। পরে আজমেরী গ্লোরী পরিবহনের আরেকটি বাস তাঁকে চাপা দেয়।
কবি নজরুল কলেজের কয়েকজন শিক্ষার্থী তাঁকে দ্রুত উদ্ধার করে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্শে এক্স–রে করানো হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে নিকিতাকে গ্রামের বাড়ি পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় তানজিল পরিবহনের বাসটি চালাচ্ছিলেন চালক নন, বরং তাঁর সহকারী (হেলপার)। ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা বাস দুটি আটক করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের সামনে নিয়ে যান।
আহত শিক্ষার্থীর সহপাঠী সাকিব আহমেদ বলেন, ‘নিকিতাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।’
আরেক সহপাঠী আরিফ আসলাম বলেন, ‘হেলপার দিয়ে বাস চালানোর কারণে আমাদের সহপাঠী দুর্ঘটনার শিকার হয়েছেন। তাই বাস দুটি আটকে রাখা হয়েছে। মালিক এলে প্রক্টর অফিসে সোপর্দ করা হবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক জানান, ‘বাস দুটি আপাতত জব্দ রাখা হবে। মালিক এলে আগামীকাল মঙ্গলবার বসে বিষয়টি সমাধান করা হবে।