রাজধানীর দক্ষিণখানে পারিবারিক কলহের জেরে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার রাতে দেওয়ানবাড়ি পাকারমাথা এলাকার একটি ভাড়া বাসায় আকলিমা আক্তার (৩৩) নামের ওই নারীকে স্বামী মাসুদ আলম ছুরিকাঘাতে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহতের মেয়ের স্বামী আবির হোসেন জানান, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে মাসুদ এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন আকলিমার ওপর। এতে মাথা ও দুই হাতে গুরুতর জখম হয় তিনি। প্রথমে তাঁকে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়, পরে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং দক্ষিণখান থানাকে অবহিত করা হয়েছে।
দক্ষিণখান থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ঘটনার সময় ধস্তাধস্তির মধ্যে মাসুদের হাত কেটে যায়। স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে তাঁকে চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, আট বছর আগে প্রেমের সম্পর্ক থেকে মাসুদ ও আকলিমার বিয়ে হয়। এটি ছিল দুজনেরই দ্বিতীয় সংসার। আকলিমার প্রথম সংসারে একটি সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর মাসুদ বিদেশে কর্মরত ছিলেন, আর এ সময়ে আকলিমা স্থানীয়ভাবে কাপড়ের ব্যবসা শুরু করেন। স্ত্রীর ওপর পরকীয়ার সন্দেহ থেকে তাদের দাম্পত্য জীবনে টানাপোড়েন তৈরি হয়। ছয় মাস আগে দুবাই থেকে দেশে ফেরেন মাসুদ।