প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ বলেছেন, মিথ্যা তথ্য সত্যের তুলনায় ছয় গুণ দ্রুত ছড়ায়। এগুলো ভয়ের মতো আবেগ উসকে দেয় বলে মানুষ সহজেই আকৃষ্ট হয়। তাই এর প্রতিরোধে সচেতন ও সুপরিকল্পিত উদ্যোগ প্রয়োজন।
বুধবার ঢাকার মিরপুর সেনানিবাসের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) জেনারেল মোস্তাফিজ মাল্টিপারপাস হলে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) ও এমআইএসটির যৌথ আয়োজনে সেমিনারের শিরোনাম ছিল ‘রেজিলিয়েন্স ইন দ্য ইনফরমেশন ডোমেইন: টুলস টু অ্যাড্রেস মিসইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন অন সোশ্যাল মিডিয়া’।
আবদুল হাফিজ বলেন, গত এক বছরে সামাজিক যোগাযোগমাধ্যমে বহু ভুয়া তথ্য প্রচারিত হয়েছে। জুলাইয়ের প্রতিবাদকারীদের মিলিট্যান্ট বা হত্যাকারী হিসেবে উপস্থাপন, পুলিশ বা সরকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ানো এর মধ্যে অন্যতম। তিনি উল্লেখ করেন, ইতিহাসে প্রোপাগান্ডা বড় যুদ্ধগুলোতেও প্রভাব ফেলেছে। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশরা প্রোপাগান্ডা ব্যুরো গঠন করে যুক্তরাষ্ট্রকে নিরপেক্ষতা ত্যাগে বাধ্য করেছিল। বর্তমানেও ভারত-পাকিস্তান সংঘাতে ভুয়া ভিডিও ছড়ানো হয়েছে।
তিনি বলেন, অপতথ্য মোকাবিলায় সরকারের প্রতিষ্ঠানগুলো ফ্যাক্টচেক করছে। তবে প্রযুক্তিগত সক্ষমতাও বাড়াতে হবে। এআই, ব্লকচেইন ও ওপেন সোর্স ইন্টেলিজেন্স ব্যবহার করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিক্ষা ও সামাজিক সচেতনতা। স্কুল পর্যায় থেকে ডিজিটাল সিটিজেনশিপ ও মিডিয়া লিটারেসি শিক্ষা চালু করা জরুরি।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। তিনি বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ডিপফেক ও ভুয়া কনটেন্টের মাধ্যমে সশস্ত্র বাহিনীর সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা হচ্ছে। সঠিক তথ্য সুরক্ষিত রাখতে টেকসই ও সমন্বিত কৌশল গ্রহণ করতে হবে।
সেমিনারে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য এখন কৌশলগত ঝুঁকি হিসেবে দেখা দিয়েছে। এটি মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা, প্রযুক্তিগত উদ্ভাবন ও সচেতনতামূলক শিক্ষা অপরিহার্য।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আবু ইউসুফ। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এম শামীম রেজা, ব্রিগেডিয়ার জেনারেল সুফি মোহাম্মদ মইন উদ্দিন এবং এমআইএসটির অধ্যাপক মো. মাহবুবুর রহমান।
সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা ছাড়াও এমআইএসটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি ও গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সেমিনারে অংশ নেন।