ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রতিটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় রাখা হবে। কোনো ব্যতিক্রম হবে না বলে জানিয়েছেন নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।
বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তার কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এসময় রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।
প্রধান রিটার্নিং কর্মকর্তা জানান, ভোটকেন্দ্রের সংখ্যা ও ভোট গ্রহণের সময় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কিছু বিভ্রান্তি দেখা দিয়েছে। এজন্য ভোটকেন্দ্রে বুথের সংখ্যা আগের চেয়ে বাড়ানো হয়েছে। প্রতিটি ভোটারের জন্য আট মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।
প্রায় ৪০ হাজার ভোটারের জন্য ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। ভোট গ্রহণ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে ভোটকেন্দ্রে উপস্থিত যে কোনো ভোটার ভোট দিতে পারবে।
ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই বলে জানান অধ্যাপক জসীম উদ্দিন। তিনি বলেন, এক প্রার্থীর রিটের প্রেক্ষিতে হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি হয়েছে এবং রায় অনুযায়ী ৯ সেপ্টেম্বর নির্বাচন পরিচালনায় কোনো বাধা নেই।
প্রধান রিটার্নিং কর্মকর্তা আরও জানিয়েছেন, নারী প্রার্থীদের বিরুদ্ধে কোনো সাইবার বুলিংয়ের অভিযোগ এলে সাইবার বুলিং টাস্কফোর্স দ্রুত ব্যবস্থা নেবে।
নারী প্রার্থীকে ধর্ষণের হুমকির ঘটনায় গঠিত নির্বাচনী তথ্যানুসন্ধান কমিটির বিষয়ে অধ্যাপক গোলাম রব্বানী বলেন, একজন প্রার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে অসৌজন্যমূলক মন্তব্য করার কারণে কমিটি গঠন করা হয়েছিল। কমিটি প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ ফোরামে বিষয়টি আলোচনার মাধ্যমে ব্যবস্থা নেবে। ইতিমধ্যেই প্রক্টরের নির্দেশে সংশ্লিষ্ট প্রার্থীকে ছয় মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।