এশিয়া কাপ ২০২৫ খেলতে আজ রবিবার দুই ধাপে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সকালে প্রথম ধাপে সকাল ১০টা ১৫ মিনিটের ফ্লাইটে দেশ ত্যাগ করেছেন অধিনায়ক লিটন দাস, জাকের আলী, সাইফ হাসান, পারভেজ হোসেন, তানজিদ হাসান ও শামীম হোসেন।
বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উইকেটকিপার ব্যাটসম্যান জাকের আলী জানান, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই তাঁরা মাঠে নামবেন। সমালোচনা বা পূর্বাভাস নিয়ে উদ্বিগ্ন নন তিনি। জাকের বলেন, ‘কাউকে জবাব দেওয়ার কিছু নেই। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলব এবং সবাই বিশ্বাস করি, চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা নিয়েই যাচ্ছি।’
ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া সম্প্রতি তাঁর ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। তবে জাকের এসব মন্তব্যকে গুরুত্ব দিচ্ছেন না।
দিনের দ্বিতীয় ধাপে সন্ধ্যা সাড়ে সাতটায় বাকি ক্রিকেটাররা উড়াল দেবেন আমিরাতের উদ্দেশে। আগামীকাল থেকে আবুধাবিতে তাঁদের অনুশীলন শুরু হবে। এর আগে দেশে আগস্টের শুরু থেকেই ফিটনেস ও স্কিল অনুশীলন করেছেন ক্রিকেটাররা। নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে জয়ও পেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্পে আনা হয়েছিল পাওয়ার হিটিং বিশেষজ্ঞ কোচ জুলিয়ান উডকে। তাঁর শেখানো কৌশল কাজে লাগবে বলে বিশ্বাস করেন জাকের। তিনি বলেন, ‘বড় মঞ্চে বা যেকোনো সিরিজে একই মানসিকতায় খেলতে হবে। আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলছি, তবে বেসিকসে ফোকাস রেখেই।’
এশিয়া কাপে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে, যেখানে রয়েছে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং। চার দলের গ্রুপ থেকে সেরা দুই দল উঠবে সুপার ফোরে। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ।