ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাত ১১টার পর ছাত্রী তলবের নোটিশ প্রত্যাহার

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Sep 2, 2025 ইং
ছবির ক্যাপশন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুলাই ৩৬ হল, যেখানে রাত ১১টার পর ছাত্রী তলবের নোটিশ জারি করা হয়েছিল। ছবির ক্যাপশন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুলাই ৩৬ হল, যেখানে রাত ১১টার পর ছাত্রী তলবের নোটিশ জারি করা হয়েছিল।
ad728
ChatGPT said:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুলাই ৩৬ আবাসিক হলে রাত ১১টার পর ফেরায় ৯১ ছাত্রীকে তলবের বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার দুপুর ৩টার দিকে হল প্রাধ্যক্ষ লাভলী নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে ১ সেপ্টেম্বর রাত ১১টার পর হলে ফেরার কারণে দেওয়া নোটিশ প্রত্যাহার করা হলো।

এর আগে হল প্রশাসন জানায়, অনাবাসিক ও গণরুমের ছাত্রীদের মধ্যে যাঁরা রাত ১১টার পর হলে ফেরেন, তাঁদের তালিকা অনুযায়ী প্রথম ৪৫ জনকে মঙ্গলবার এবং বাকি ৪৬ থেকে ৯১ নম্বর পর্যন্ত ছাত্রীকে বুধবার বিকেল ৪টায় প্রাধ্যক্ষের কার্যালয়ে উপস্থিত থাকতে হবে।

সোমবার রাতে এ বিজ্ঞপ্তির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

প্রথম আলোকে অধ্যাপক লাভলী নাহার জানান, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ট্রল হওয়ায় মঙ্গলবার দুপুরে হল প্রশাসনের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে নোটিশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ