মাদারীপুরের শিবচর উপজেলায় ধারালো অস্ত্রের আঘাতে দুই ইট ব্যবসায়ী আহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) রাত ও মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে উপজেলার মাদবরচর হাট এলাকায় পৃথক দুটি ঘটনায় এ হামলা ঘটে।
আহতরা হলেন খাড়াকান্দি গ্রামের তোতা মিয়া উকিলের ছেলে নুর ইসলাম উকিল (২৮) এবং একই এলাকার বাচ্চু উকিলের ছেলে ফরিদ উকিল (৩৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন নুর ইসলাম। পথে মাদবরচর হাট এলাকায় দুর্বৃত্তরা তাঁর গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে মঙ্গলবার সকালে মাদবরচর ক্লাব এলাকায় একা অবস্থায় ফরিদ উকিলের ওপরও একইভাবে হামলা চালানো হয়। তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
স্থানীয়রা দুজনকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহত ফরিদ উকিলকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগী ও স্থানীয়রা ধারণা করছেন, পূর্বশত্রুতার জেরেই এ হামলার ঘটনা ঘটেছে।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাশেদুল ইসলাম চৌধুরী জানান, আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, পরপর দুটি হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।