ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Aug 25, 2025 ইং
ছবির ক্যাপশন: শিক্ষার্থীরা ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কে সিরি বেঁধে প্রবেশ করছে এবং রাইড ও সেলফিতে মেতে উঠছে। ছবির ক্যাপশন: শিক্ষার্থীরা ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কে সিরি বেঁধে প্রবেশ করছে এবং রাইড ও সেলফিতে মেতে উঠছে।
ad728

চট্টগ্রাম: সকাল আটটার আগে থেকেই ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কে ভিড় জমতে শুরু করে। পার্কের বাইরে সারি বেঁধে শিক্ষার্থীরা একে একে প্রবেশ করছে। ভেতরে কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা বা সেলফি তুলতে ব্যস্ত, কেউ বা বিভিন্ন রাইড উপভোগ করছে। এ চিত্র দেখা গেছে শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠানে, যা আজ সোমবার চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে।

‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে এবং শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা। চট্টগ্রাম পর্বে সকাল ১০টা পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। সকাল থেকেই পার্ক কৃতী শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে।

দিবসব্যাপী এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা পার্ক ঘোরা ছাড়াও অংশ নিতে পারছে সাংস্কৃতিক পর্বে, তারকা ও বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন খেলাধুলা ও ভার্চুয়াল রিয়েলিটি গেমে। এ বছরের আয়োজনকে আরও আকর্ষণীয় করেছে ‘প্রথম আলো এক্সপেরিয়েন্স সেন্টার’, যেখানে অংশগ্রহণমূলক বিভিন্ন খেলা ও ভার্চুয়াল রিয়েলিটির ব্যবস্থা রাখা হয়েছে।

অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা বেলা ১টায় শুরু হবে। জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হওয়ার পর মঞ্চে বক্তব্য দেবেন শিক্ষক, গবেষক, এভারেস্টজয়ী বাবর আলী, অভিনেতা তৌসিফ মাহবুব, অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবং তানজিম সাইয়ারা তটিনী। গান পরিবেশন করবে ব্যান্ড ‘বে অব বেঙ্গল’।

সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য উপহার তালিকায় রয়েছে ক্রেস্ট, ডিজিটাল সার্টিফিকেট, প্রথম আলো ই-পেপারের তিন মাসের ফ্রি সাবস্ক্রিপশন, প্রথমা ডটকমে অনলাইন বই অর্ডারে সর্বোচ্চ ৪০ শতাংশ ছাড়, কিশোর আলো ও বিজ্ঞানচিন্তার ছয় মাসের সাবস্ক্রিপশনে বিশেষ ছাড় ইত্যাদি।

অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই কনকা-গ্রি। সহযোগিতায় রয়েছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, বার্জার পেইন্টস, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা, আকিজ টেলিকম, আম্বার আইটি, এটিএন বাংলা এবং প্রথম আলো বন্ধুসভা।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ