বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে বিএনপিকে নিয়ে নির্বাচন বন্ধের পাঁয়তারা করছে। তবে দেশে আর বাকশালি কায়দায় কোনো নির্বাচন হবে না।
আজ বুধবার দুপুরে ঢাকার দোহারের জয়পাড়া কালেমা চত্বরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দোহার-নবাবগঞ্জসহ আশপাশের উপজেলা থেকে বিএনপি নেতা–কর্মীরা মিছিল নিয়ে বাদ্যযন্ত্রসহ সমাবেশে যোগ দেন। প্রায় দেড় দশক পর এভাবে জাঁকজমকপূর্ণভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করল দলটি।
বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, “নির্বাচন যত ঘনিয়ে আসছে, দেশি-বিদেশি ষড়যন্ত্র ততই বাড়ছে। বিএনপি কোনো প্রভু দেশের তাঁবেদারি করে না। শহীদ জিয়ার আদর্শের দল জনগণের সঙ্গে কখনো বেইমানি করে না।” তিনি আরও বলেন, “ভারতের প্রেসক্রিপশন নিয়ে যারা ক্ষমতা দখল করতে চায়, জনগণ তাঁদের আওয়ামী লীগের মতো শিক্ষা দিয়ে বিতাড়িত করবে।”
তিনি বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব ও কারাবন্দি জীবন স্মরণ করে বলেন, জনগণই তাঁকে দেশের রাজনীতিতে চিরস্মরণীয় করেছে। একই সঙ্গে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি অতীতে স্বৈরাচার বিরোধী আন্দোলন সফল করেছে বলে উল্লেখ করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলকে বিজয়ী করতে সারা দেশের বিএনপি নেতা–কর্মীদের সন্তানদের ভোট দেওয়ার আহ্বান জানান রিজভী।
অনুষ্ঠান শেষে বিএনপি নেতা–কর্মীরা মিছিল ও শোভাযাত্রা নিয়ে জয়পাড়া কালেমা চত্বর থেকে লটাখোলা করম আলীর মোড় পর্যন্ত প্রদক্ষিণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন বাবু, মো. তজিউদ্দিন, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি খন্দকার মাইনুল হোসেন, দোহার থানা বিএনপির সভাপতি নজরুল ইসলাম (মেছের), সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম, কৃষক দলের সভাপতি জুয়েল মোল্লা, সাবেক ভিপি মহসীন রহমান (আকবর), যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি আবুল হাশেমসহ অন্যান্য নেতৃবৃন্দ।