ওভাল অফিসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের একটি নতুন ছবি প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যায়, মুনির একটি খোলা কাঠের বাক্সের দিকে ইশারা করছেন, যেখানে বিরল মাটির খনিজ পদার্থ রাখা ছিল। শেহবাজ শরীফকে হাসিমুখে পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এ বৈঠক দেড় ঘণ্টা স্থায়ী হয়। এতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওও উপস্থিত ছিলেন। কয়েক বছরের টানাপোড়েনের পর পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্কের উন্নতির প্রেক্ষাপটে এ বৈঠকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
পাকিস্তান প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, শেহবাজ শরীফ বিশ্ব শান্তির জন্য ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করে তাকে “শান্তির মানুষ” হিসেবে অভিহিত করেছেন। পাশাপাশি পাকিস্তান-ভারত যুদ্ধবিরতি সহজতর করার জন্য ট্রাম্পের “সাহসী ও সিদ্ধান্তমূলক নেতৃত্বের” ভূয়সী প্রশংসা করেন তিনি।
বিবৃতিতে আরও বলা হয়, শেহবাজ মার্কিন কোম্পানিগুলোকে পাকিস্তানের কৃষি, তথ্যপ্রযুক্তি, খনি ও খনিজ পদার্থ এবং জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান জানান।
এর আগে গত এপ্রিল মাসে এক খনিজ সম্মেলনে শেহবাজ দাবি করেছিলেন, পাকিস্তানের খনিজ সম্পদ আহরণ করা গেলে “ট্রিলিয়ন ডলার” মূল্যের সম্পদ দেশের অর্থনীতিকে আমূল পরিবর্তন করতে পারে। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতোমধ্যেই কয়েকটি সমঝোতা সই হয়েছে।