ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনের তফসিল বৃহস্পতিবারের মধ্যে ঘোষণা

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Aug 24, 2025 ইং
ছবির ক্যাপশন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনের তফসিলসহ তিন দাবিতে প্রশাসনিক ভবনের সামনে ইসলামী ছাত্র শিবিরের মানববন্ধন। ছবির ক্যাপশন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনের তফসিলসহ তিন দাবিতে প্রশাসনিক ভবনের সামনে ইসলামী ছাত্র শিবিরের মানববন্ধন।
ad728

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল বৃহস্পতিবারের মধ্যে ঘোষণা করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন। তিনি রবিবার বিকেল চারটার দিকে প্রথম আলোকে এ তথ্য জানান।

অধ্যাপক কামাল উদ্দিন বলেন, আগামী মঙ্গলবার চাকসুর নির্বাচন কমিশনের সঙ্গে প্রশাসনের সভা হবে। সভায় তফসিল ঘোষণার সুনির্দিষ্ট সময় নির্ধারণ করা হবে।

এর আগে রবিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তফসিলসহ তিন দাবিতে মানববন্ধন করে ইসলামী ছাত্র শিবির। দেড়টার দিকে কর্মসূচি শেষে সংগঠনটির সাতজন প্রতিনিধি সহ-উপাচার্য ও চাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন।

সভা শেষে শাখা ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক হাবিব উল্লাহ খালেদ জানান, তাঁদের জানানো হয়েছে বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে। পরে বিষয়টি সহ-উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন ও নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিনও নিশ্চিত করেন। কমিশনার বলেন, মঙ্গলবারের সভার পর তাঁরা রোডম্যাপ তৈরি করবেন। বুধবারও তফসিল ঘোষণা করা হতে পারে।

উল্লেখ্য, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। নিয়ম অনুযায়ী প্রতি শিক্ষাবর্ষে নির্বাচন হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত মাত্র ছয়বার এ নির্বাচন হয়েছে। সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। পরবর্তী সময়ে বিভিন্ন ছাত্রসংগঠনের বিরোধ, সংঘর্ষ ও অনুকূল পরিবেশের অভাবে আর কোনো নির্বাচন হয়নি। তবে গত বছর আওয়ামী লীগের পতনের পর থেকে ছাত্রসংগঠন ও শিক্ষার্থীরা নিয়মিত চাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ