খুলনার রূপসা উপজেলায় একটি কৃষি ব্যাংক শাখা থেকে ১৬ লাখ ১৬ হাজার টাকা লুট হয়েছে। দুর্বৃত্তরা ব্যাংকের প্রধান গেটের পাঁচটি তালা ও ভল্ট ভেঙে টাকা নিয়ে যায়।
পুলিশ ও ব্যাংক সূত্র জানায়, শাখাটি পূর্ব রূপসা পেট্রোল পাম্প ও পূর্ব রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির পাশে, খুলনা-মোংলা মহাসড়কের ধারে অবস্থিত। শুক্রবার (১৫ আগস্ট) ব্যাংক বন্ধ থাকায় সেখানে কোনো নিরাপত্তা প্রহরী ছিলেন না।
শাখা ব্যবস্থাপক কামরুল ইসলাম নিশ্চিত করেছেন, ভল্টে রাখা ১৬ লাখ ১৬ হাজার টাকা লুট হয়েছে।
নিরাপত্তা প্রহরী আবুল কাশেম জানান, শুক্রবার রাত সাড়ে ১০টায় তিনি ব্যাংকে গিয়ে গেট ও ভল্ট ভাঙা দেখতে পান। তার ভাষায়, লুটপাটের আগে সিসিটিভি ক্যামেরাগুলো রুমাল দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। তিনি ধারণা করেন, বিকেলের দিকে ঘটনাটি ঘটে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে যেকোনো সময় লুটের ঘটনা ঘটতে পারে। পুলিশ ব্যাংক ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং বিশ্লেষণ চলছে।