ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে মামার বাড়ি থেকে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Aug 25, 2025 ইং
ছবির ক্যাপশন: সিআইডির অভিযানে গ্রেপ্তার হওয়ার আগে বরিশালের বাড়িতে ছিলেন তৌহিদ আফ্রিদি ছবির ক্যাপশন: সিআইডির অভিযানে গ্রেপ্তার হওয়ার আগে বরিশালের বাড়িতে ছিলেন তৌহিদ আফ্রিদি
ad728

বরিশালে মামার বাড়ি থেকে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে নগরের বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় স্থানীয় কেউই জানতেন না যে তিনি ওই বাড়িতে অবস্থান করছিলেন।

সিআইডি বরিশাল নগর পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে। যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি তৌহিদ আফ্রিদি। মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই মামলায় তাঁর বাবা ও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত ১৭ আগস্ট ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেপ্তার করে।

তৌহিদ আফ্রিদি ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর। ভ্লগ ও ভ্রমণকেন্দ্রিক ভিডিওর মাধ্যমে তিনি পরিচিতি পান। তাঁর ফেসবুক পেজে ফলোয়ার ৮ লাখ ২১ হাজার, আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার ৬৩ লাখ ১০ হাজার। চ্যানেলে এখন পর্যন্ত তিনি ২০৮টি ভিডিও প্রকাশ করেছেন।

গ্রেপ্তারের সময় প্রত্যক্ষদর্শীরা জানান, তাঁকে গাড়িতে তোলার আগে পুলিশ ও সিআইডি কর্মকর্তাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলতে দেখা যায়। তিনি জানান, দাদার বাড়িতে এসেছিলেন কবর জিয়ারত করতে। আত্মগোপনের বিষয়ে বলেন, ‘আমি ভয় পেয়েছি শুধু আমার স্ত্রীর জন্য। ও ছয় মাসের অন্তঃসত্ত্বা।’

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ঢাকা থেকে আসা সিআইডির একটি দল তাঁকে আটক করে রাতেই ঢাকায় নিয়ে গেছে।

এর আগে, গত ১৭ আগস্ট কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য সরকারকে আলটিমেটাম দেয় জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ)।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ