ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অনার্স প্রফেশনাল ভর্তি শুরু, আবেদন শেষ ২৮ আগস্ট

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Aug 27, 2025 ইং
ছবির ক্যাপশন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে ভর্তির জন্য শিক্ষার্থীরা আবেদন করতে পারছেন। ছবির ক্যাপশন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে ভর্তির জন্য শিক্ষার্থীরা আবেদন করতে পারছেন।
ad728

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে ভর্তির জন্য আবেদন চলছে। প্রাথমিক আবেদন জমার শেষ তারিখ আগামীকাল, বৃহস্পতিবার, ২৮ আগস্ট, রাত ১২টা। প্রাথমিক আবেদন ফি ৮০০ টাকা। ক্লাস শুরু হবে ২২ সেপ্টেম্বর।

আবেদনের জন্য যোগ্যতা অনুযায়ী, বাংলাদেশে স্বীকৃত শিক্ষা বোর্ড বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানবিক, ব্যবসায় শিক্ষা বা বিজ্ঞান শাখা থেকে ২০২২, ২০২৩, ২০২৪ সালের উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫ এবং ২০২০, ২০২১, ২০২২ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

এছাড়া, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ভোকেশনাল বা বিজনেস ম্যানেজমেন্ট কোর্স অথবা ডিপ্লোমা-ইন-কমার্স সম্পন্ন শিক্ষার্থীরাও শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবেন। চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার, ইলেকট্রিক ও ইলেকট্রনিকস টেকনোলজি) বা ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের শিক্ষার্থীরা নির্ধারিত সিজিপিএ ২.৫ (৫.০ স্কেলে) এবং সংশ্লিষ্ট এসএসসি জিপিএ পূরণ করলে আবেদন করতে পারবেন।

ভর্তির জন্য উচ্চমাধ্যমিকে যে বিষয়গুলো পড়ানো হয়েছে, সেগুলোর ভিত্তিতে আবেদনযোগ্য কোর্স নির্ধারণ করা হবে। সংশ্লিষ্ট বিষয়ে (২০০ নম্বরের) ন্যূনতম গ্রেড পয়েন্ট ২.৫ থাকতে হবে। বিশেষ ক্যাটাগরি ও বিদেশি সার্টিফিকেটধারীরাও শর্ত মেনে আবেদন করতে পারবেন।

দ্বৈত ভর্তি বা পূর্ববর্তী রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২-২৩ বা ২০২০-২৪ শিক্ষাবর্ষে কোনো স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল বা স্নাতক (পাস) কোর্সে রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হয়ে থাকলে শিক্ষার্থী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অনার্স প্রফেশনাল ভর্তি হতে পারবেন না। পূর্বের ভর্তি বাতিল করা থাকলে আবেদন করা যাবে। একই বা বিভিন্ন শিক্ষাবর্ষে দ্বৈত ভর্তি ধরা পড়লে উভয় ভর্তি বাতিল গণ্য হবে।

আবেদনকারীরা ভর্তি ওয়েবসাইটের প্রফেশনাল ট্যাবে গিয়ে “Apply Now” অপশনে ক্লিক করে তথ্য পূরণ করতে পারবেন। কলেজগুলোকে ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য ওয়েবসাইটের কলেজ লগইন ব্যবহার করতে বলা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ