ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সড়ক নিরাপত্তায় কেএসআরএম’র ট্রাফিক সাইন ও সরঞ্জাম হস্তান্তর

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2025 ইং
ছবির ক্যাপশন: হাইওয়ে পুলিশ সদর দপ্তরে কেএসআরএম’র পক্ষ থেকে ট্রাফিক সাইন ও সরঞ্জাম হস্তান্তর ছবির ক্যাপশন: হাইওয়ে পুলিশ সদর দপ্তরে কেএসআরএম’র পক্ষ থেকে ট্রাফিক সাইন ও সরঞ্জাম হস্তান্তর
ad728

সড়ক নিরাপত্তা ও নাগরিক সেবা উন্নয়নে দেশের অন্যতম ইস্পাত প্রস্তুতকারী প্রতিষ্ঠান কেএসআরএম হাইওয়ে পুলিশকে ট্রাফিক সাইনসহ বিভিন্ন সামগ্রী হস্তান্তর করেছে।

রোববার (৩১ আগস্ট) রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরে হাইওয়ে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সামগ্রী হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কেএসআরএম’র বিজনেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইংয়ের মহাব্যবস্থাপক কর্নেল (অব.) আশফাকুল ইসলাম হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিয়ার কাছে এসব সামগ্রী তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি (অ্যাডমিন) ইমতিয়াজ আহমেদ, কেএসআরএম’র সহ-মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মো. মোজাম্মেল হক চৌধুরী, মো. নাজমুল হুদা, ব্যবস্থাপক প্রকৌশলী জাহাঙ্গীর আলম চৌধুরী, কর্মকর্তা (ব্র্যান্ড) মো. মুনমুন রহমান, প্রকৌশলী মো. মাহবুবুর রহমানসহ হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় হাইওয়ে পুলিশ প্রধান মো. দেলোয়ার হোসেন মিয়া বলেন, “সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণসহ দেশের যেকোনো সংকটময় সময়ে কেএসআরএম সর্বদা সরকারের পাশে দাঁড়িয়েছে। এবারও তারা অগ্রণী ভূমিকা রেখেছে। আশা করি ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।

কেএসআরএম’র মহাব্যবস্থাপক কর্নেল (অব.) আশফাকুল ইসলাম বলেন, “দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ প্রতিষ্ঠান হিসেবে কেএসআরএম সর্বদা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছে। এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ