ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

যশোরের অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে ফেরিওয়ালা আটক

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Sep 3, 2025 ইং
ছবির ক্যাপশন: যশোরের অভয়নগরে ধর্ষণের অভিযোগে আটক হওয়া ফেরিওয়ালা আব্দুল মান্নানকে পুলিশ থানায় নিয়ে যাচ্ছে। ছবির ক্যাপশন: যশোরের অভয়নগরে ধর্ষণের অভিযোগে আটক হওয়া ফেরিওয়ালা আব্দুল মান্নানকে পুলিশ থানায় নিয়ে যাচ্ছে।
ad728

যশোরের অভয়নগর উপজেলায় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আব্দুল মান্নান নামে এক ফেরিওয়ালাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর বাবা আব্দুল আল মামুন জানান, তার মেয়ে সকালে স্কুলে যায়। পরে বিকেলে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে। মায়ের জিজ্ঞাসাবাদে শিশুটি জানায়, স্কুলের পাশে এক ফেরিওয়ালা তাকে দেয়ালের আড়ালে নিয়ে গিয়ে অনৈতিক কাজ করেছে। বিষয়টি জানার পর পরিবার থানায় খবর দেয়।

অভয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আব্দুল মান্নানকে আটক করে।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফেরদাউস শান্ত জানান, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসা ও পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ