ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় জুয়ার আসরে অভিযান: ৭৭০ বিদেশি আটক, ৩৭৭ বাংলাদেশি অন্তর্ভুক্ত

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Sep 3, 2025 ইং
ছবির ক্যাপশন: অভিযান চলাকালীন ছবি: মালয়েশিয়া অভিবাসন কর্মকর্তারা বুকিত বিনতাং এলাকার ভবনে অভিযান চালাচ্ছেন। ছবির ক্যাপশন: অভিযান চলাকালীন ছবি: মালয়েশিয়া অভিবাসন কর্মকর্তারা বুকিত বিনতাং এলাকার ভবনে অভিযান চালাচ্ছেন।
ad728

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকার জালান বেদারা সড়কের একটি ভবনে গত মঙ্গলবার রাতে জুয়ার আসরে অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন দপ্তর। অভিযানে ৭৭০ জন বিদেশিকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ৩৭৭ জন বাংলাদেশি। বিষয়টি নিশ্চিত করেছে মালয়েশিয়ার জাতীয় সংবাদমাধ্যম বারনামা।

অভিযান শুরুর পর হতবিহ্বল হয়ে অনেকেই ভবনের ছাদে ওঠেন, কেউ টেবিলের নিচে বা ব্যবসাপ্রতিষ্ঠানে লুকানোর চেষ্টা করেন। তবে সবাইকে আটক করা হয়।

অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক বসরি ওসমান জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। গত তিন সপ্তাহ ধরে অভিযোগ আসছিল যে সামাজিক অনুষ্ঠানের আড়ালে বিদেশিরা সেখানে জড়ো হচ্ছেন। সেই অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত তিন ঘণ্টার অভিযান পরিচালিত হয়।

তিনি বলেন, অভিযানে কর্মকর্তারা সিসিটিভি পর্যবেক্ষণ ব্যবস্থাসহ একটি অনলাইন জুয়ার কেন্দ্র খুঁজে পান। এ সময় সাতজন বিদেশিকে হাতেনাতে ধরা হয়।

অভিযানে অংশ নেওয়া ১০৬ সরকারি কর্মকর্তা মোট ২ হাজার ৪৪৫ জনের নথি যাচাই করেন। তাঁদের মধ্যে ১ হাজার ৬০০ জন ছিলেন বিদেশি এবং ৮৪৫ জন মালয়েশিয়ার নাগরিক। যাচাই শেষে ৭৭০ বিদেশিকে আটক করা হয়।

অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ভিসায় মালয়েশিয়ায় অবস্থান, বৈধ পরিচয়পত্র না থাকা এবং স্বীকৃতিহীন নথি ব্যবহারসহ বিভিন্ন অভিবাসন-সংক্রান্ত অভিযোগ রয়েছে।

বসরি ওসমান জানান, আটক ব্যক্তিদের মধ্যে ৩৭৭ জন বাংলাদেশি, ২৩৫ জন মিয়ানমার নাগরিক, ৭২ জন নেপালি, ৫৮ জন ভারতীয়, ইন্দোনেশিয়ার ১৯ জন (১৭ জন পুরুষ ও ২ জন নারী) এবং অন্যান্য দেশের ৮ জন (২ জন পুরুষ ও ৬ জন নারী) রয়েছেন।

আটকদের বয়স ২১ থেকে ৬৫ বছরের মধ্যে। প্রাথমিকভাবে তাঁদের পুত্রজায়া অভিবাসন দপ্তরে নেওয়া হয়। পরে বিস্তারিত তদন্তের জন্য বুকিত জলিল ও লেংগেং ইমিগ্রেশন ডিপোয় স্থানান্তর করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ