ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আফগানিস্তানের কুনার ও নানগারহারে ভূমিকম্পে ৬২২ জন নিহত

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2025 ইং
ছবির ক্যাপশন: ভূমিকম্পে আহত একজনকে স্ট্রেচারে নিয়ে যাচ্ছেন জালালাবাদ বিমানবন্দরে, আফগানিস্তান, ১ সেপ্টেম্বর (রয়টার্স) ছবির ক্যাপশন: ভূমিকম্পে আহত একজনকে স্ট্রেচারে নিয়ে যাচ্ছেন জালালাবাদ বিমানবন্দরে, আফগানিস্তান, ১ সেপ্টেম্বর (রয়টার্স)
ad728

পাকিস্তান সীমান্ত সংলগ্ন আফগানিস্তানের কুনার ও নানগারহার প্রদেশে গতকাল রোববার রাতে আঘাত করা ভূমিকম্পে এখন পর্যন্ত ৬২২ জন নিহত হয়েছেন। এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স, সরকারি কর্মকর্তাদের বরাতে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আবদুল মাতিন জানান, কুনার প্রদেশে অন্তত ৬১০ জন এবং নানগারহার প্রদেশে ১২ জনের মৃত্যু হয়েছে। কুনারে আহতের সংখ্যা ১ হাজার ৩০০ জন, নানগারহারে ২৫৫ জনের বেশি। দুই প্রদেশে ব্যাপক পরিমাণ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ৬ এবং উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৮ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর রাতে নানগারহার ও কুনারে অন্তত ১৩টি পরাঘাত অনুভূত হয়।

স্থানীয় বাসিন্দা পোলাদ নূরি (২৮) বিবিসিকে বলেন, “এমন শক্তিশালী ভূমিকম্প আমি আগে কখনো দেখিনি।”

আফগান স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে, প্রাথমিক খবরে কেবল একটি গ্রামে ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ভূমিকম্পের পর উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে দুর্গম পার্বত্য এলাকায় ভূমিধসের কারণে অনেক সড়ক বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। তালেবান সরকারের কর্মকর্তারা আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলোকে আকাশপথে উদ্ধার কার্যক্রম চালাতে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

ছবি: ভূমিকম্পে আহত একজনকে স্ট্রেচারে নিয়ে যাচ্ছেন জালালাবাদ বিমানবন্দরে, আফগানিস্তান, ১ সেপ্টেম্বর (রয়টার্স)


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ