ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

হাইকোর্টের নির্দেশে ডাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2025 ইং
ছবির ক্যাপশন: হাইকোর্টের আদেশে অনিশ্চয়তায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। ছবির ক্যাপশন: হাইকোর্টের আদেশে অনিশ্চয়তায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন।
ad728

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রক্রিয়া এবং চূড়ান্ত ভোটার তালিকা কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এই আদেশ দেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ নির্বাচনে অংশ নিতে বিভিন্ন ছাত্রসংগঠন ইতিমধ্যে প্যানেল ঘোষণা করে। ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্রসংসদ পৃথক প্যানেল দেয়, অন্যদিকে বামপন্থী ছাত্রসংগঠনগুলো দুটি ভিন্ন প্যানেল ঘোষণা করে। পূর্ণাঙ্গ ও আংশিক মিলে প্রায় ১০টি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নেয়।

এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ প্রার্থী মনোনয়ন জমা দেন। এর মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। শুধু সদস্যপদেই প্রতিদ্বন্দ্বিতা করেন ২১৭ জন প্রার্থী। পাশাপাশি ১৮টি হল সংসদের ১৩টি পদে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ