ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বাকৃবিতে সমন্বিত ডিগ্রির দাবিতে রাতভর সড়ক অবরোধ

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Aug 28, 2025 ইং
ছবির ক্যাপশন: বাকৃবিতে সমন্বিত ডিগ্রির দাবিতে রাতভর সড়ক অবরোধে অংশ নেন ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। ছবির ক্যাপশন: বাকৃবিতে সমন্বিত ডিগ্রির দাবিতে রাতভর সড়ক অবরোধে অংশ নেন ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীরা।
ad728

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সমন্বিত ডিগ্রি বিএসসি ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স চালুর দাবিতে টানা আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীরা সড়ক অবরোধ শুরু করেন। ভোর পর্যন্ত এই কর্মসূচি চলে।

অবরোধ চলাকালে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ছাত্রী হল ও কে আর মার্কেট-সংলগ্ন প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং প্রশাসনের প্রতি অসন্তোষ জানাতে বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীদের দাবি, সমন্বিত ডিগ্রি চালুর জন্য গঠিত আট সদস্যের কমিটি শিক্ষার্থীদের ভোট নেয়, যেখানে বিপুল ব্যবধানে প্রস্তাবটি অনুমোদিত হয়। পরে কমিটি প্রাণিসম্পদ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে উপাচার্যের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়। এখন কেবল শিক্ষা কাউন্সিল ও সিন্ডিকেট সভার সিদ্ধান্ত নেওয়া বাকি রয়েছে।

ভেটেরিনারি অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আতিকুল ইসলাম বলেন,
“শিক্ষা কাউন্সিল দ্রুত গঠনের দাবি আমরা অনেক দিন ধরে জানাচ্ছি। কিন্তু প্রশাসন সময়ক্ষেপণ করছে। উপাচার্য আরও সময় চেয়েছেন, কিন্তু আমাদের আলটিমেটাম ছিল বুধবার পর্যন্ত। আমরা চাই, আগামী রোববারের মধ্যে শিক্ষা কাউন্সিল জরুরি ভিত্তিতে গঠন করা হোক।”

পশুপালন অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী নিঝুম বলেন,
“গত ২৯ দিন ধরে পশুপালন অনুষদে ক্লাস-পরীক্ষা বন্ধ। এত দিনেও কার্যকর সিদ্ধান্ত হয়নি। কর্মকর্তারা এসে শুধু আশ্বাস দিয়ে চলে যান। উপাচার্য রোববারের মধ্যে শিক্ষা কাউন্সিল গঠনের ঘোষণা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

প্রসঙ্গত, সমন্বিত ডিগ্রির দাবিতে গত ২৭ জুলাই থেকে পশুপালন অনুষদে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। ৩০ জুলাই থেকে অনুষদের প্রধান ফটকে তালা ঝোলানো হয়। একই দাবিতে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরাও সোমবার থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করেন এবং মঙ্গলবার সব ফটকে তালা দেন। গতকাল দুপুরে আন্দোলনকারীরা প্রশাসন ভবনেও তালা দেন।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ