ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন রেহেনা ও লামিয়া

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Aug 24, 2025 ইং
ছবির ক্যাপশন: বি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া রেহেনা আক্তার ও লামিয়া আক্তার। ছবির ক্যাপশন: বি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া রেহেনা আক্তার ও লামিয়া আক্তার।
ad728

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন হল সংসদ নির্বাচনে দুটি সম্পাদকীয় পদে ভোট ছাড়াই নির্বাচিত হতে যাচ্ছেন দুই প্রার্থী। তাঁরা হলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের স্বতন্ত্র প্রার্থী রেহেনা আক্তার এবং শামসুন নাহার হলের জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলের প্রার্থী লামিয়া আক্তার (লিমা)।

২১ আগস্ট প্রকাশিত প্রাথমিক প্রার্থী তালিকা অনুযায়ী, দুটি হলে বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তাঁরা। ফলে প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা ভোটেই নির্বাচিত হতে যাচ্ছেন এই দুই শিক্ষার্থী।

লোকপ্রশাসন বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেহেনা আক্তার বর্তমানে বাংলাদেশ অনূর্ধ্ব–২০ নারী ফুটবল দলের সদস্য। এর আগে তিনি অনূর্ধ্ব–১৯ দলে খেলেছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিষয়ে রেহেনা বলেন, “খেলোয়াড় হিসেবে আমার পরিচিতি থাকায় এই পদে আর কেউ মনোনয়নপত্র জমা দেননি।”

অন্যদিকে বাংলা বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লামিয়া আক্তার একই পদে শামসুন নাহার হলে ছাত্রদলের প্যানেল থেকে প্রার্থী হয়েছেন। তবে তিনি এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন এ প্রসঙ্গে বলেন, “একটি নির্দিষ্ট পদে আর কোনো প্রার্থী না থাকা কাকতালীয়। তবে আমরা কারও সঙ্গে কোনো সমঝোতা করিনি। সব পদে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হলে ভালো হতো।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট ১৮টি হল রয়েছে, এর মধ্যে ছাত্রীদের জন্য পাঁচটি। প্রতিটি হলে ১৩টি করে পদ থাকায় সব মিলিয়ে ২৩৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। যাচাই–বাছাই শেষে দেখা যায়, মোট ১ হাজার ১০৮টি মনোনয়নপত্র বৈধ হয়েছে।

ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর ২৬ আগস্ট থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। তবে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ইতোমধ্যে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ