ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

: মহাকাশে নেতৃত্ব ধরে রাখতে রকেট ইঞ্জিন উৎপাদনে জোর দেওয়ার আহ্বান পুতিনের

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2025 ইং
ছবির ক্যাপশন: ক্ষিণ রাশিয়ার সামারা শহরে কুজনেতসোভ ডিজাইন ব্যুরোর ইঞ্জিন কারখানা পরিদর্শন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবির ক্যাপশন: ক্ষিণ রাশিয়ার সামারা শহরে কুজনেতসোভ ডিজাইন ব্যুরোর ইঞ্জিন কারখানা পরিদর্শন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ad728

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মহাকাশযান উৎক্ষেপণে ব্যবহৃত রকেট ইঞ্জিন উৎপাদন জোরদারের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি মহাকাশ প্রযুক্তিতে নেতৃস্থানীয় দেশ হিসেবে রাশিয়ার অবস্থান অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। গতকাল শুক্রবার দক্ষিণ রাশিয়ার সামারা শহরে শিল্পবিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক ও কুজনেতসোভ ডিজাইন ব্যুরোর ইঞ্জিন উৎপাদন কারখানা পরিদর্শনকালে এ মন্তব্য করেন পুতিন।

চীন সফর ও ভ্লাদিভস্তক পরিদর্শন শেষে সামারায় পৌঁছে তিনি বলেন, রাশিয়া এখনো মহাকাশ শিল্পে বিশ্বশক্তি। এ অবস্থান ধরে রাখতে রকেট ইঞ্জিন উৎপাদন সক্ষমতা ধারাবাহিকভাবে আধুনিকায়ন করতে হবে। এর মাধ্যমে দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হবে।

রুশ সংবাদমাধ্যম জানায়, পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়া ইঞ্জিন উৎপাদনে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে, বিশেষ করে জ্বালানি খাতে। পুতিন জানান, স্বল্প সময়ের মধ্যে গ্যাস পরিবহন অবকাঠামোসহ বিভিন্ন খাতে ব্যবহারের উপযোগী বেশ কিছু উদ্ভাবনী ইঞ্জিন তৈরি করতে সক্ষম হয়েছে দেশটি।

তিনি আরও বলেন, পিডি–২৬ উড়োজাহাজ ইঞ্জিনের আধুনিকায়ন রাশিয়াকে সামরিক পরিবহন বিমান ও নতুন প্রজন্মের বৃহৎ যাত্রীবাহী উড়োজাহাজ তৈরি করার সুযোগ করে দেবে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ