ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জনগণের ক্ষমতা ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করলেন এনসিপি নেতা তাসনিম জারা

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Sep 2, 2025 ইং
ছবির ক্যাপশন: : সিলেটের দক্ষিণ সুরমায় এনসিপির উঠান বৈঠকে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় নেতা তাসনিম জারা। ছবির ক্যাপশন: : সিলেটের দক্ষিণ সুরমায় এনসিপির উঠান বৈঠকে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় নেতা তাসনিম জারা।
ad728

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা বলেছেন, “জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতেই আমরা রাজনীতিতে এসেছি। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের নাগরিক হিসেবে যে সম্মানটুকু পাওয়ার কথা, তা আমরা পাইনি।

সোমবার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমার লালা বাজারে এনসিপির আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান প্রণয়ন, বিচার ও সংস্কারের দাবিতে এই বৈঠকের আয়োজন করা হয়।

সরকারি অফিসে সেবা পেতে দুর্নীতির ভোগান্তির কথা তুলে ধরে তাসনিম জারা বলেন, ভূমি অফিসসহ বিভিন্ন দপ্তরে সাধারণ মানুষকে ঘুষ দিয়ে নিজেদের প্রাপ্য অধিকার পেতে হয়। তিনি অভিযোগ করেন, “দুর্নীতি দমন কমিশন (দুদক) আসলে দুর্নীতি দমনের চেয়ে বিরোধী দল দমনের কাজ করছে। ক্ষমতায় থাকা ব্যক্তিরা দুর্নীতি করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না।

তিনি জোর দিয়ে বলেন, এনসিপি একটি নতুন সংবিধানের দাবিতে সোচ্চার, যেখানে নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষিত হবে। “এমন নিয়ম চাই, যাতে ক্ষমতায় থাকা যেকোনো ব্যক্তিই সুষ্ঠু তদন্তের আওতায় আসেন এবং তার বিচার নিশ্চিত হয়।

তরুণ ও নারীদের রাজনীতিতে অবদানের প্রসঙ্গে তিনি বলেন, তরুণদের দীর্ঘদিন অবমূল্যায়ন করা হয়েছে। অথচ তরুণদের মধ্যেই সাহস বেশি থাকে ক্ষমতাকে প্রশ্ন করার। পাশাপাশি তিনি নারীদের অবদানের কথাও স্মরণ করেন এবং বলেন, নারীরা যেন নিরাপদে রাজনীতিতে সক্রিয় থাকতে পারেন, তার ব্যবস্থা করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন এনসিপি সিলেট জেলার সদস্য হেলাল আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) শিরিন আক্তার শেলী ও নাহিদ উদ্দিন তারেক।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সিলেট মহানগরের প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী, যুগ্ম সমন্বয়কারী আবু সাঈদ, সদস্য সোহেল আহমদ মুসা, নুরুল ইসলাম, আয়েশা সিদ্দিকা প্রিয়া, গিয়াস উদ্দিন, প্রচার সমন্বয়কারী ছালিম আহমদ খান এবং জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মাহবুবুর রহমান প্রমুখ।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ