ইন্টার মায়ামি ৩–১ অরল্যান্ডো সিটি
লিগস কাপের সেমিফাইনালে অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। ম্যাচটি অনুষ্ঠিত হয় ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে।
চোটের কারণে আগের দুটি ম্যাচে না খেলা লিওনেল মেসি ও জর্দি আলবা এদিন শুরু থেকেই মাঠে নামেন। তাঁদের সমন্বয় বার্সেলোনার সময়ের স্মৃতি জাগায় দর্শকদের। ৮৮তম মিনিটে আলবার অ্যাসিস্ট থেকে মেসির গোল সেই পুরোনো বোঝাপড়ার প্রমাণ দেয়।
অরল্যান্ডো সিটি প্রথমার্ধের যোগ করা সময়ে এগিয়ে যায়। মায়ামির ডিফেন্ডার ম্যাক্সিমিলিয়ানো ফ্যালকন বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে মার্কো পাসালিচ বাঁ পায়ের শটে গোল করেন। ফ্যালকন হ্যান্ডবলের দাবি তুললেও রেফারি তা আমলে নেননি।
দ্বিতীয়ার্ধে মায়ামি ঘুরে দাঁড়ায়। ম্যাচের শেষ ১৫ মিনিটে মেসি দুটি গোল করে দলকে এগিয়ে নেন। ইনজুরি থেকে ফেরা এই আর্জেন্টাইন ফরোয়ার্ড গোল উদ্যাপনে সন্তানকে জড়িয়ে ধরেন।
শেষ পর্যন্ত মেসির জোড়া গোল এবং আলবার সহায়তায় ইন্টার মায়ামি নিশ্চিত করে লিগস কাপের ফাইনাল।
নিউজটি পোস্ট করেছেন :
Jashore Now