ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদপুরে ‘পাগলা’ ঘোড়ার তাণ্ডব, নারীসহ অন্তত ১০ জন আহত

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Sep 7, 2025 ইং
ছবির ক্যাপশন: ফরিদপুরের বোয়ালমারীতে ‘পাগলা’ ঘোড়ার আক্রমণে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ছবির ক্যাপশন: ফরিদপুরের বোয়ালমারীতে ‘পাগলা’ ঘোড়ার আক্রমণে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
ad728

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় একটি ‘পাগলা’ ঘোড়ার তাণ্ডবে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। রবিবার সকাল সাতটার দিকে পৌরসভার কলেজ রোড ও চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে গত দুই দিনে একই ঘোড়ার আক্রমণে আরও অন্তত আটজন আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন গুনবহা গ্রামের কাজী হাসান ফিরোজ (৬০), আতাউর রহমান (৫৫), মো. সিদ্দিক (৪৫), শহিদুল (২৫), মনিরা বেগম (৩৬) ও আলেয়া বেগম (৩৪)। তাঁদের কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

চৌরাস্তা এলাকার ব্যবসায়ী রুবেল মিয়া জানান, সকালে দোকান খোলার সময় ঘোড়াটি হঠাৎ তাঁর দিকে তেড়ে আসে। তিনি লাঠি নিয়ে প্রতিরোধ করলে ঘোড়াটি সরে যায়। এর কিছুক্ষণ আগে একই ঘোড়া কাজী ফিরোজকে কামড়েছে বলে তিনি জানতে পারেন।

আহত কাজী ফিরোজ বলেন, মোটরসাইকেলে রেলস্টেশনে যাওয়ার পথে চৌরাস্তায় ঘোড়াটি হঠাৎ তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে কোমরে কামড় দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পৌরসভার সাবেক কাউন্সিলর মো. নিজাম উদ্দিন খান জানান, গত দুই দিনে পৌর এলাকায় নারীসহ অন্তত ১০ জন এ ঘোড়ার আক্রমণের শিকার হয়েছেন। তাঁর ধারণা, কোনো পাগলা কুকুরের কামড়ে ঘোড়াটি এমন অস্বাভাবিক আচরণ করছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোর্শেদ আলম জানান, আহত কয়েকজন চিকিৎসা নিয়েছেন। তাঁদের ব্যথানাশক ওষুধ ও টিটেনাস ইনজেকশন দেওয়া হয়েছে। চিকিৎসকের মতে, ঘোড়াটিকে সম্ভবত কোনো পাগলা কুকুর কামড় দিয়েছে, যার ফলে এ ধরনের আচরণ করছে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ