ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচনে প্রথমবার ব্রেইল ব্যালটে ভোট দিলেন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Sep 9, 2025 ইং
ছবির ক্যাপশন: ডাকসু নির্বাচনে ব্রেইল ব্যালট ব্যবহার করে ভোট দিচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী ফারুক হাওলাদার ছবির ক্যাপশন: ডাকসু নির্বাচনে ব্রেইল ব্যালট ব্যবহার করে ভোট দিচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী ফারুক হাওলাদার
ad728
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইতিহাস গড়লেন সূর্য সেন হলের আবাসিক দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী ফারুক হাওলাদার। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উদয়ন স্কুল কেন্দ্রে তিনি ব্রেইল ব্যালট ব্যবহার করে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দেওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে ফারুক বলেন, এটি তাঁর জন্য এক অনন্য অভিজ্ঞতা। তিনি আশা প্রকাশ করেন, জাতীয় নির্বাচনেও যেন দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য এ ধরনের সুযোগ রাখা হয়। ফারুক জানান, প্রথম শ্রেণি থেকে পড়াশোনার জন্য যে ব্রেইল পদ্ধতির সঙ্গে তিনি অভ্যস্ত, সেই মাধ্যমেই এবার ভোট দিতে পেরে তিনি আনন্দিত। এজন্য ডাকসু কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি। সকাল আটটা থেকে শুরু হওয়া ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত।

নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ