ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ইরানে নারী অধিকার আন্দোলনে জড়িত মেহরান বাহরামিয়ানের মৃত্যুদণ্ড কার্যকর

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2025 ইং
ছবির ক্যাপশন: ইরানে ২০২২ সালের নারী অধিকার আন্দোলনে অংশগ্রহণের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে মেহরান বাহরামিয়ানের। ছবির ক্যাপশন: ইরানে ২০২২ সালের নারী অধিকার আন্দোলনে অংশগ্রহণের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে মেহরান বাহরামিয়ানের।
ad728

ইরান ২০২২ সালের নারী অধিকার আন্দোলনের সময় এক নিরাপত্তা কর্মকর্তাকে হত্যার অভিযোগে মেহরান বাহরামিয়ানের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। শনিবার দেশটির বিচার বিভাগীয় ওয়েবসাইট মিজান এ তথ্য জানিয়েছে।

২০২২ সালে ইরানের নীতি পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর পর দেশজুড়ে আন্দোলন শুরু হয়। তাঁকে হিজাব আইন ভঙ্গের অভিযোগে আটক করা হয়েছিল।

মিজান জানিয়েছে, ইস্পাহান প্রদেশের সেমিরম এলাকায় নিরাপত্তা বাহিনীর গাড়িতে হামলার ঘটনায় মেহরান বাহরামিয়ান জড়িত ছিলেন। ওই হামলায় কর্মকর্তা মোহসেন রেজাই নিহত এবং কয়েকজন আহত হন।

২০২২ সালের পর থেকে এখন পর্যন্ত আন্দোলনে অংশ নেওয়া ১০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

মানবাধিকার সংস্থাগুলোর দাবি, বাহরামিয়ানের ভাই ফাজেলকেও একই অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের আরেক ভাই মুরাদ বাহরামিয়ান ২০২২ সালে আন্দোলন চলাকালে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইরানে আটক ব্যক্তিদের কাছ থেকে নির্যাতন, দীর্ঘ একাকী কারাবাস ও হুমকির মাধ্যমে স্বীকারোক্তি আদায় করা হয় এবং এসব স্বীকারোক্তি আদালতে ব্যবহার করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ