ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ডিএসসিসির গাড়ির জ্বালানি খরচে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Sep 7, 2025 ইং
ছবির ক্যাপশন: নগর ভবনে ডিএসসিসির গাড়ির জ্বালানি খরচে অনিয়মের অভিযোগে অভিযান চালাচ্ছে দুদক। ছবির ক্যাপশন: নগর ভবনে ডিএসসিসির গাড়ির জ্বালানি খরচে অনিয়মের অভিযোগে অভিযান চালাচ্ছে দুদক।
ad728

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তাদের জন্য বরাদ্দ করা গাড়ির জ্বালানির ভুয়া খরচ দেখিয়ে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে আজ রোববার নগর ভবনে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিট এ অভিযান পরিচালনা করছে। সংস্থার উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের পক্ষ থেকে জানানো হয়, অভিযোগ অনুযায়ী, ডিএসসিসির সরকারি গাড়িগুলো বাস্তবে ব্যবহার না হলেও কাগজপত্রে প্রতিদিন জ্বালানি খরচ দেখানো হয়েছে এবং সেই খাতে বিপুল অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে।

অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের অংশ হিসেবে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট আজ নগর ভবন থেকে সংশ্লিষ্ট নথিপত্র ও তথ্য সংগ্রহ করছে।

এর আগে, গত ৪ সেপ্টেম্বর প্রথম আলো–এর প্রিন্ট সংস্করণে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: নগর ভবন ৪০ দিন বন্ধ, তবু কোটি টাকার তেল খরচ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে আন্দোলনের কারণে টানা ৪০ দিন নগর ভবনের কার্যক্রম বন্ধ ছিল। এ সময় অনেক কর্মকর্তা অফিসে না আসলেও তাঁদের বরাদ্দকৃত গাড়ির বিপরীতে প্রতিদিন ১৪–১৫ লিটার জ্বালানি খরচ দেখানো হয়েছে। এতে দক্ষিণ সিটির ভেতরেই প্রশ্ন ওঠে, অফিস বন্ধ থাকা অবস্থায় এসব জ্বালানি গেল কোথায়


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ