ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আফগানিস্তানে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2025 ইং
ছবির ক্যাপশন: আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ঘরবাড়ি। ছবির ক্যাপশন: আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ঘরবাড়ি।
ad728

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ দশমিক শূন্য মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় কর্তৃপক্ষ আশঙ্কা প্রকাশ করেছে।

স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর পরপরই অন্তত আরও তিনটি আফটারশক অনুভূত হয়, যেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২ পর্যন্ত। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৮ কিলোমিটার গভীরে, যা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

ভূমিকম্পপ্রবণ দেশ আফগানিস্তান ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের মিলনস্থলে অবস্থিত হওয়ায় প্রায়ই বড় ধরনের কম্পনের শিকার হয়। এর আগে ২০২২ সালে দেশটির পূর্বাঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে অন্তত ১,০০০ জন নিহত এবং আরও ৩,০০০ জন আহত হয়, যা ছিল দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ।

ভূমিকম্পে আফগানিস্তানের মানুষ বিশেষভাবে ঝুঁকিতে থাকে, কারণ সেখানকার অধিকাংশ ঘরবাড়ি কাঠ, কাদার ইট বা দুর্বল কংক্রিট দিয়ে নির্মিত, যা ভূমিকম্প প্রতিরোধী নয়। তাছাড়া পাহাড়ি এলাকায় এ ধরনের ভূমিকম্পের কারণে ভূমিধসের ঝুঁকি থাকে, যা বাড়িঘর ধ্বংস, রাস্তা বন্ধ কিংবা নদীর প্রবাহ আটকে দেওয়ার মতো বড় ধরনের ক্ষয়ক্ষতি ডেকে আনে। এসব কারণে দুর্গম এলাকায় উদ্ধারকাজ পরিচালনায় ব্যাপক সমস্যার মুখে পড়তে হয় উদ্ধারকর্মীদের।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ