ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়া পাঠানোর লোভ দেখিয়ে ৩২ লাখ টাকা আত্মসাৎ!

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
যশোরের ঝিকরগাছায় দুই ভুক্তভোগীর কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগকারী বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের আলফাজ মিঠুন (২১) ও ঝিকরগাছার কুন্দিপুর গ্রামের তরিকুল ইসলাম (৩৪) জানান, নাভারন ইউনিয়নের নন্দী ডুমুরিয়া গ্রামের লুৎফর রহমানের দুই ছেলে সোহাগ হোসেন (৪২) ও সাগর হোসেন (৩৫) এবং মোকছেদ দফাদারের ছেলে লুৎফর রহমান অস্ট্রেলিয়ায় পাঠানোর কথা বলে এক বছর আগে তাদের কাছ থেকে নগদ ৩২ লাখ টাকা নেন।

কিন্তু প্রতিশ্রুতি রক্ষা না করে টাকা ফেরত দিতেও টালবাহানা শুরু করেন অভিযুক্তরা। এমনকি ব্যাংক চেক দিলেও সেই অ্যাকাউন্টে কোনো টাকা নেই। গত ১৪ জুলাই টাকা ফেরত চাইতে গেলে তারা প্রকাশ্যে জানিয়ে দেন, টাকা দেবেন না এবং ভয়ভীতি ও হুমকি দিয়ে তাড়িয়ে দেন।

প্রধান অভিযুক্ত সোহাগ হোসেনের বক্তব্য জানতে ফোন করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ