আশুলিয়ার আমবাগান এলাকায় অভিযান চালিয়ে জাল নোটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে পাথালিয়া ইউনিয়নের মিজানুর রহমানের পাঁচতলা ভবনের চতুর্থ তলা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—আশুলিয়ার নিরিবিলি মুক্তধারা হাউজিং সোসাইটি এলাকার মৃত আব্দুল জলিলের মেয়ে সানজিদা আক্তার এবং ডেন্ডাবর নতুনপাড়া এলাকার জাফর খানের ছেলে সাদ্দাম হোসেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হেফাজত থেকে ৪০০টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তারা জাল নোটের কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলেও পুলিশ জানায়।
আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, “আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে।