আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই জুলাই জাতীয় সনদ তথা সংস্কার প্রস্তাবসমূহের পূর্ণ বাস্তবায়ন চেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, গণপরিষদ নির্বাচন আয়োজনের মাধ্যমে জুলাই সনদের সব প্রস্তাব বিধি ও সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে।
গতকাল শুক্রবার জাতীয় ঐকমত্য কমিশনে নিজেদের লিখিত মতামত জমা দেয় এনসিপি। দলটির মতে, সনদের পূর্ণ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা ও কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব নয়।
জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের অবস্থানও এনসিপির কাছাকাছি বলে জানা গেছে।
অন্যদিকে, বিএনপির অবস্থান কিছুটা ভিন্ন। তাদের মতে, সনদের কিছু প্রস্তাব আইন বা অধ্যাদেশের মাধ্যমে অন্তর্বর্তী সরকারই অদূর ভবিষ্যতে কার্যকর করতে পারে। তবে সংবিধান সংশোধনের মতো বৃহৎ সংস্কারগুলো আগামী জাতীয় সংসদের মাধ্যমেই বাস্তবায়ন করতে হবে।