দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী উত্তর দাউদপুর গ্রামে স্থানীয় ভ্যান ও ইজিবাইকচালকরা স্বেচ্ছাশ্রমে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার করেছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে প্রায় ১০–১২ জন যুবক হাতে কোদাল ও খাটিয়া নিয়ে রাস্তায় মাটি ভরাট ও সমান করার কাজ করেন।
উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর ও দক্ষিণ দাউদপুর গ্রামের চালকেরা কাটলা-দাউদপুর গ্রামের প্রায় ২ কিলোমিটার দীর্ঘ ও ১০ ফুট প্রশস্ত রাস্তা সংস্কার করেন। কাদা, গর্ত ও উঁচু–নিচু ভরাট করে রাস্তা চলাচলযোগ্য করে তোলা হয়। পথচারীরা এ উদ্যোগকে প্রশংসা করেন।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, প্রতিদিন পাঁচ থেকে ছয় হাজার মানুষ এই সড়ক ব্যবহার করেন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বিশেষ করে বর্ষাকালে রাস্তা একেবারে অচল হয়ে পড়ে। এতে রোগী পরিবহন, কৃষিপণ্য আনা–নেওয়া ও শিক্ষার্থীদের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হয়।
রাতে কাজে অংশ নেওয়া ভ্যানচালক শামসুল আলম বলেন, বৃষ্টির দিনে এ রাস্তা দিয়ে ভ্যান চালানো, শিক্ষার্থীদের স্কুলে যাওয়া বা রোগী পরিবহন সম্ভব হয় না। এতে তাদের জীবিকা হুমকির মুখে পড়ে।
দক্ষিণ দাউদপুরের ইজিবাইকচালক আবুল কালাম আজাদ জানান, প্রতিদিনের আয়ে সংসার চলে। কিন্তু রাস্তার খারাপ অবস্থার কারণে যাত্রী পাওয়া যায় না, এমনকি গাড়ি উল্টে যাওয়ার ঘটনাও ঘটে।
স্থানীয় বাসিন্দা ও বিরামপুর পৌরসভা উচ্চবিদ্যালয়ের শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, চালকদের এ উদ্যোগ প্রশংসনীয় হলেও সরকারের দ্রুত এ রাস্তা সংস্কারের ব্যবস্থা নেওয়া জরুরি।
কাটলাহাট জামে মসজিদের ইমাম রেদওয়ানুল করিম মন্তব্য করেন, যারা রাস্তায় স্বেচ্ছাশ্রম দিচ্ছেন, তারা সওয়াবের অংশীদার হবেন।