ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

প্রাথমিকের সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে ঢাকায় মহাসমাবেশ

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Aug 30, 2025 ইং
ছবির ক্যাপশন: ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সহকারী শিক্ষকদের মহাসমাবেশে যোগ দিয়েছেন সারা দেশ থেকে আসা হাজারো শিক্ষক। ছবির ক্যাপশন: ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সহকারী শিক্ষকদের মহাসমাবেশে যোগ দিয়েছেন সারা দেশ থেকে আসা হাজারো শিক্ষক।
ad728

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা দাবিতে ঢাকায় মহাসমাবেশ করছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে সহকারী শিক্ষকদের ন্যূনতম বেতন ১১তম গ্রেডে নির্ধারণ এবং সহকারী শিক্ষকদের মধ্য থেকে শতভাগ পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক পদ পূরণ।

আজ শনিবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এই মহাসমাবেশ শুরু হয়েছে। সারা দেশ থেকে আসা হাজারো শিক্ষক এতে অংশ নিয়েছেন। শহীদ মিনার প্রাঙ্গণ শিক্ষকদের উপস্থিতিতে পূর্ণ হয়ে গেছে।

মহাসমাবেশের আয়োজন করেছে প্রাথমিক শিক্ষকদের ছয়টি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ