বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন সংবিধানকে বিতর্কিত না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের শাসনব্যবস্থা সঠিক পথে রাখতে সংবিধানের মূলনীতি অক্ষরে অক্ষরে মেনে চলা জরুরি।
সোমবার (২৫ আগস্ট) বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. কামাল হোসেন বলেন, “আমরা সংবিধানের মূলনীতি থেকে সরে যাচ্ছি। এ থেকে কীভাবে পাশ কাটিয়ে দেশ শাসন করা যায়, সেই প্রবণতা দেখা যাচ্ছে। এই প্রবণতা থেকে আমাদের সরে আসতে হবে।”
তিনি সতর্ক করে বলেন, মৌলিক বিষয়গুলোকে বিতর্কিত করা হলে গণতন্ত্র, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার ক্ষতিগ্রস্ত হবে। “এ বিষয়ে কোনো আপস করার প্রশ্নই ওঠে না,” যোগ করেন তিনি।
ড. কামাল হোসেন আরও বলেন, সংবিধানের মূলনীতি পাশ কাটিয়ে দেশ পরিচালনার চেষ্টা বর্তমান সংকটের মূল কারণ। “যত কঠিনই হোক, আমাদের দায়িত্ব সংবিধান মেনে চলা। কিন্তু আইনজীবীরা নিজেদের বিভক্ত করে সংবিধানের মূলনীতিকে কার্যকর হতে দিচ্ছেন না,” বলেন তিনি।
তিনি উল্লেখ করেন, দায়িত্বে থাকা ব্যক্তিরা সংবিধান রক্ষার শপথ নেন, কিন্তু শপথ ভঙ্গ করলে সুশাসন ও সাংবিধানিক শাসন নষ্ট হয়। “যারা দায়িত্ব পালন করছেন না, তাদের সরিয়ে দিতে হবে,” বলেন তিনি।
গণফোরামের ইমেরিটাস সভাপতি জোর দিয়ে বলেন, “দেশকে সুশাসন ও সাংবিধানিক শাসনে নিতে হলে এর বিকল্প নেই। আইনজীবীদের বিভিন্ন বিষয়ে মতভেদ থাকতে পারে, তবে সংবিধানের মূলনীতি নিয়ে কোনো দ্বিমত থাকা উচিত নয়।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আরও বক্তব্য রাখেন বিএনপি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক, এবং বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক।