ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২৫, আহত ২৭

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Aug 28, 2025 ইং
ছবির ক্যাপশন: আফগানিস্তানের কাবুল-কান্দহার মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত ২৫ জন, আহত ২৭ জন। ছবির ক্যাপশন: আফগানিস্তানের কাবুল-কান্দহার মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত ২৫ জন, আহত ২৭ জন।
ad728

আফগানিস্তানের পূর্বাঞ্চলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৭ জন। বুধবার (২৭ আগস্ট) রাজধানী কাবুল থেকে দক্ষিণাঞ্চলীয় শহর কান্দহারের পথে চলাচলকারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপি ও দ্য ডনের।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন ক্বানি জানান, চালকের অবহেলার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তিনি বলেন, ঘটনাস্থলেই ২৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত ২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

আফগানিস্তানে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা নতুন নয়। দীর্ঘদিনের সংঘাতের কারণে ভাঙাচোরা সড়ক, বেপরোয়া গাড়ি চালানো এবং যথাযথ নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাবকে দুর্ঘটনার জন্য দায়ী করা হয়।

এর মাত্র এক সপ্তাহ আগে দেশটির পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে চলতি বছরের সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭৮ জন নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে ১২ জনেরও বেশি শিশু ছিল। ইরান থেকে ফেরা অভিবাসী শ্রমিকদের বহনকারী একটি বাস মোটরসাইকেল ও ট্রাকের সঙ্গে সংঘর্ষে ওই দুর্ঘটনা ঘটে।

গত বছরের ডিসেম্বরে মধ্য আফগানিস্তানের একটি মহাসড়কে জ্বালানিবাহী ট্যাংকার ও দুটি বাসের সংঘর্ষে অন্তত ৫২ জন প্রাণ হারান।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ