ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

স্পেসএক্স সফলভাবে স্টারশিপের দশম পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন, স্টারলিংক স্যাটেলাইট মহাকাশে পাঠাল

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Aug 28, 2025 ইং
ছবির ক্যাপশন: স্টারবেস, টেক্সাস থেকে উড্ডয়নরত স্পেসএক্সের স্টারশিপ। ছবির ক্যাপশন: স্টারবেস, টেক্সাস থেকে উড্ডয়নরত স্পেসএক্সের স্টারশিপ।
ad728

ইলন মাস্কের মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স কয়েকবার ব্যর্থতার পর সফলভাবে তাদের রকেট স্টারশিপের দশম পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। এই অভিযানে প্রথমবারের মতো রকেট থেকে পরীক্ষামূলকভাবে স্টারলিংক স্যাটেলাইট মহাকাশে স্থাপন করা হয়েছে।

এই সফল উৎক্ষেপণ ইলন মাস্কের মঙ্গল গ্রহে মানবজাতিকে পাঠানোর স্বপ্ন এবং নাসার চাঁদে নভোচারী পাঠানোর পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

৪০৩ ফুট (১২৩ মিটার) উঁচু স্টারশিপ স্থানীয় সময় গত মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে (২৩৩০ জিএমটি) যুক্তরাষ্ট্রের দক্ষিণ টেক্সাসের স্টারবেস ঘাঁটি থেকে উৎক্ষেপণ করা হয়। এই যাত্রার মূল লক্ষ্য ছিল রকেটের নতুন তাপ ঢাল (হিট শিল্ড টাইলস) পরীক্ষা, উপগ্রহ স্থাপনের প্রযুক্তি যাচাই এবং রকেটে পূর্বের পরীক্ষাগুলোর পর করা শতাধিক উন্নয়ন পরীক্ষা করা।

উড্ডয়নের কিছুক্ষণ পর রকেটের প্রথম ধাপ সুপার হেভি বুস্টার পরিকল্পনা অনুযায়ী আলাদা হয়। ধাপটি সাধারণভাবে ফেরত আসার কথা থাকলেও এবারে পরীক্ষার অংশ হিসেবে মেক্সিকো উপসাগরে নামানো হয়।

স্টারশিপের ওপরের অংশ মহাকাশে উঠে ভারত মহাসাগরের দিকে অগ্রসর হয়। বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় সৃষ্ট তীব্র তাপ সহ্য করে রকেটের সমুদ্রে নিরাপদে অবতরণ করা এবারের মিশনের গুরুত্বপূর্ণ ধাপ ছিল। অতীতের পরীক্ষামূলক উড্ডয়নে এই ধাপে বারবার ব্যর্থতা দেখা গেছে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ