সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা দাবিতে ঢাকায় মহাসমাবেশ করছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে সহকারী শিক্ষকদের ন্যূনতম বেতন ১১তম গ্রেডে নির্ধারণ এবং সহকারী শিক্ষকদের মধ্য থেকে শতভাগ পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক পদ পূরণ।
আজ শনিবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এই মহাসমাবেশ শুরু হয়েছে। সারা দেশ থেকে আসা হাজারো শিক্ষক এতে অংশ নিয়েছেন। শহীদ মিনার প্রাঙ্গণ শিক্ষকদের উপস্থিতিতে পূর্ণ হয়ে গেছে।
মহাসমাবেশের আয়োজন করেছে প্রাথমিক শিক্ষকদের ছয়টি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’।