ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জাবি হল সংসদে ১০২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, ৬৩ পদ শূন্য

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Aug 30, 2025 ইং
ছবির ক্যাপশন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আসন্ন জাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। ছবির ক্যাপশন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আসন্ন জাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে।
ad728

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আসন্ন হল সংসদ নির্বাচনে ১০২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ৬৩টি পদে কোনো প্রার্থী না থাকায় সেগুলো শূন্য থাকবে। বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে প্রতিটি হলে ১৫টি করে মোট ৩১৫ পদ রয়েছে।

শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হল সংসদের চূড়ান্ত প্রার্থী তালিকা বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। একইদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকাও প্রকাশ করা হয়। জাকসুর ২৫টি পদে মোট ১৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ১০ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন লড়াই করবেন।

দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হবে, যা চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৯১৯ জন। এর মধ্যে ছাত্র ভোটার ৬ হাজার ১০২ জন এবং ছাত্রী ভোটার ৫ হাজার ৮১৭ জন।

প্রকাশিত প্রার্থী তালিকা অনুযায়ী, ৩১৫টি হল সংসদ পদের মধ্যে ১০২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং ৬৩টি পদ শূন্য রয়েছে। ফলে বাকি ১৫০ পদে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে প্রার্থী নির্বাচিত হবেন।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ