ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদপুরের ভাঙ্গায় সীমানা পরিবর্তনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Sep 9, 2025 ইং
ছবির ক্যাপশন: ফরিদপুরের ভাঙ্গায় সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী ছবির ক্যাপশন: ফরিদপুরের ভাঙ্গায় সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী
ad728

ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে আবারও মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। মঙ্গলবার সকাল আটটা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নের বিভিন্ন স্থানে গাছ কেটে ও বাঁশ ফেলে ঢাকা–খুলনা এবং ঢাকা–বরিশাল মহাসড়ক বন্ধ করে দেন তারা।

সাম্প্রতিক গেজেট অনুযায়ী ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত হওয়ায় এ আন্দোলন শুরু হয়। অবরোধে দুই মহাসড়কের দুই পাশে শত শত বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ি আটকে পড়ে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। যদিও জরুরি যান চলাচল অব্যাহত রাখা হয়।

অবরোধকারীরা ‘আমরা ভাঙ্গার মানুষ, ভাঙ্গাতেই থাকতে চাই’, ‘ভাঙ্গা আমার মা, মায়ের বিভাজন মানি না’ ইত্যাদি স্লোগান দেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালালেও অবরোধ দীর্ঘসময় স্থায়ী হয়।

এর আগে ৫ সেপ্টেম্বরও একই দাবিতে মহাসড়ক অবরোধ করা হয়েছিল। পরবর্তীতে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ দেওয়া হয়। তবে নির্বাচন কমিশন জানায়, চূড়ান্ত তালিকা নিয়ে আদালতে প্রশ্ন তোলার সুযোগ নেই এবং বিক্ষোভেও কোনো ফল আসবে না।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ