অস্ট্রেলিয়ার সিডনিতে রুশ কনস্যুলেটের প্রধান গেটে একটি গাড়ি ধাক্কা দিয়েছে। সোমবার সকালে উলাহরা এলাকায় এ ঘটনা ঘটে। এতে গাড়ির ৩৯ বছর বয়সী চালককে ঘটনাস্থল থেকে আটক করেছে নিউ সাউথ ওয়েলস পুলিশ।
পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, প্রথমে খবর আসে কনস্যুলেটের সামনে অনুমোদনহীন একটি গাড়ি দাঁড়িয়ে আছে। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চালকের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তিনি হঠাৎ গাড়ি চালিয়ে সরাসরি কনস্যুলেটের গেটে ধাক্কা মারেন। এতে এক পুলিশ কনস্টেবল (২৪) হাতে আঘাত পান।
ঘটনার পর স্থানীয় টেলিভিশন চ্যানেল স্কাই নিউজ ও নাইনে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, রাশিয়ার পতাকার খুঁটির পাশে একটি গাড়ি উল্টে আছে এবং এর কাচ ভাঙা অবস্থায় পড়ে আছে।
তবে রুশ কনস্যুলেট এখনো এ বিষয়ে কোনো মন্তব্য জানায়নি।