ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সংলাপ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ইউনূস

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Aug 25, 2025 ইং
ছবির ক্যাপশন: কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবির ক্যাপশন: কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
ad728

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ সোমবার (২৫ আগস্ট) সকালে কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সংলাপে যোগ দেন। তিনি এ সংলাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

স্টেকহোল্ডারস’ ডায়ালগ: টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক তিন দিনব্যাপী এ সংলাপ রোববার কক্সবাজারের হোটেল বে ওয়াচে শুরু হয়েছে। এতে অংশ নিচ্ছেন কূটনীতিক, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, বিভিন্ন দেশের শিক্ষাবিদ, বৈশ্বিক সংস্থা ও রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরা।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, এ সংলাপ মূলত আগামী সেপ্টেম্বরের উচ্চপর্যায়ের বৈঠকের প্রস্তুতিমূলক আয়োজন। বিশেষ তাৎপর্য হলো রোহিঙ্গা শরণার্থীদের সরাসরি অংশগ্রহণ। তারা এখানে নিজেদের আশা-আকাঙ্ক্ষা, হতাশা ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা তুলে ধরবেন। এসব মতামত ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠেয় উচ্চপর্যায়ের সম্মেলনের আলোচনায় প্রতিফলিত হবে।

আলোচনায় মানবিক সহায়তা নিশ্চিতকরণ, রোহিঙ্গা সংকটকে বৈশ্বিক অঙ্গনে দৃশ্যমান রাখা এবং রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের উপায় নির্ধারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্ব পায়।

তিন দিনব্যাপী এ সংলাপ আগামী মঙ্গলবার শেষ হবে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ