ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ইসি প্রকাশ করলো সারাদেশে হালনাগাদ ভোটার তালিকার খসড়া

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2025 ইং
ছবির ক্যাপশন: নির্বাচন কমিশনের কর্মকর্তারা ভোটার তালিকা যাচাই করছেন। ছবির ক্যাপশন: নির্বাচন কমিশনের কর্মকর্তারা ভোটার তালিকা যাচাই করছেন।
ad728

নির্বাচন কমিশন (ইসি) রোববার (১০ আগস্ট) সারাদেশে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে। তথ্যগত কোনো ভুল থাকলে তা সংশোধনের জন্য আগামী ২১ আগস্ট পর্যন্ত ১২ দিনের সময় দেওয়া হয়েছে।

ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সংশ্লিষ্ট এলাকার খসড়া তালিকা পাওয়া যাবে। স্থানীয় ভোটাররা তাদের তথ্য যাচাই করে ভুল থাকলে সংশোধনের আবেদন করতে পারবেন।

এই হালনাগাদ প্রক্রিয়ায় প্রায় ৪৪ লাখ নতুন ভোটার যুক্ত হয়েছেন। তাদের তথ্য খসড়া তালিকায় প্রকাশ করা হয়েছে। এছাড়া নতুন ভোটার অন্তর্ভুক্তি, মৃত বা অযোগ্য ব্যক্তির নাম বাদ দেওয়া, ভোটার স্থানান্তরসহ যেকোনো ত্রুটি সংশোধনের জন্য ফরম-২, ফরম-১২, ফরম-১৩ ও ফরম-১৪ ব্যবহার করে আবেদন করা যাবে।

দাখিলকৃত আবেদনসমূহ সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার ২৪ আগস্টের মধ্যে নিষ্পত্তি করবেন। এরপর অন্যান্য কার্যক্রম শেষে চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশ করা হবে।

বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এছাড়া যাদের বয়স ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ হবে, তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ