ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দামেস্কে ইসরায়েলি ড্রোন হামলায় ছয় সিরীয় সেনা কর্মকর্তা নিহত

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Aug 27, 2025 ইং
ছবির ক্যাপশন: দামেস্কের উপকণ্ঠে ইসরায়েলি ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা। ছবির ক্যাপশন: দামেস্কের উপকণ্ঠে ইসরায়েলি ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা।
ad728

সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে ইসরায়েলি ড্রোন হামলায় ছয় সিরীয় সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। খবরটি জানিয়েছে সিরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত এল আকবরিয়া টিভি।

হামলা ঘটেছে দামেস্কের উপকণ্ঠে আল–কিশওয়াহ শহরের পাশে এক সেনা অবস্থানে। এটি হয় এক দিন পর, যখন সিরিয়া নতুনভাবে ইসরায়েলি সেনা অভিযানের নিন্দা জানিয়েছিল।

গত ডিসেম্বরে দীর্ঘদিনের শাসক বাশার আল–আসাদের নেতৃত্বাধীন সিরিয়ার সরকার পতিত হওয়ার পর থেকে ইসরায়েল দেশটিতে বিভিন্ন সামরিক স্থাপনা ও সম্পদে কয়েকশ হামলা চালিয়েছে।

ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমির ‘অসামরিক বাফার জোন’ নিয়ন্ত্রণে নেয়ার মাধ্যমে তাদের দখল অভিযানও সম্প্রসারিত করেছে। বিশ্লেষকরা বলছেন, এটি ১৯৭৪ সালে সিরিয়ার সঙ্গে স্বাক্ষরিত কৌশলগত শান্তি চুক্তির শর্ত ভঙ্গের সমান।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, মাউন্ট হারমন পাহাড়ের কাছে দেশীয় সীমান্তে একটি এলাকায় দখল নিতে ইসরায়েল ৬০ সেনার দল পাঠিয়েছে। এই এলাকা সিরিয়া–লেবাননের সীমান্তঘেঁষা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

ইসরায়েলের পক্ষ থেকে হামলার বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল–শাইবানি অভিযোগ করেছেন, ইসরায়েল সম্প্রসারণবাদী ও বিভাজনমূলক পরিকল্পনা বাস্তবায়ন করছে। তিনি বলেন, দেশটি অসামরিক বা সমঝোতা ভিত্তিক নিরস্ত্র এলাকায় গোয়েন্দা ও সামরিক স্থাপনা নির্মাণ করছে।

এ মাসের শুরুর দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘বৃহত্তর ইসরায়েল’ নিয়ে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। এ ধারণায় দখল রাখা ফিলিস্তিনের পশ্চিম তীর, গাজা, লেবানন, সিরিয়া, মিসর ও জর্ডানের কিছু অংশে নিয়ন্ত্রণ স্থাপনের কথা বলা হয়েছে।

৩১টি আরব ও ইসলামিক দেশের জোট এবং আরব লীগ বলেছে, ইসরায়েলের এ অবস্থান আন্তর্জাতিক আইন ও স্থিতিশীল সম্পর্কের জন্য বিপজ্জনক।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ