কয়েক তরুণের উদ্যোগে গড়া চলচ্চিত্র সংগঠন ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকার্স (এফএনএফ)–এর স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘লোক’ যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র উৎসব ফ্যান্টাসটিক ফেস্ট–এর প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
‘লোক’ পরিচালনা করেছেন মাহমুদা রীমা। ছাত্রজীবনে তিনি একাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করলেও আন্তর্জাতিক প্রতিযোগিতায় এবারই প্রথম অংশ নিচ্ছেন। রীমা বলেন, “‘লোক’ একটি রূপকধর্মী গল্প, যেখানে হরর ও ফোকলোরের মিশ্রণ আছে। আমরা চেয়েছি সমাজের কিছু দিককে কল্পনা ও বাস্তবতার মাঝামাঝি এক ভিন্ন জগতে তুলে ধরতে।”
ফ্যান্টাসটিক ফেস্ট যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন শহরে প্রতিবছর অনুষ্ঠিত হয়। আগামী ১৮ থেকে ২৫ সেপ্টেম্বর উৎসবটির ২০তম আসর বসবে। ২০০৫ সাল থেকে শুরু হওয়া এ উৎসবে এর আগে স্মাইল, জন উইক, জোম্বিল্যান্ড ও দেয়ার উইল বি ব্লাড–এর মতো আলোচিত সিনেমা প্রথম প্রদর্শিত হয়েছিল।
‘লোক’-এর কাহিনিতে দেখানো হয়েছে একটি গ্রামে একে একে সব পুরুষ উধাও হয়ে যাচ্ছে। গ্রামে থাকা এক ডাইনিকে নিয়ে ছড়িয়ে পড়ে নানা গুজব—তিনি নাকি জাদুবিদ্যার মাধ্যমে পুরুষদের অদৃশ্য করে দিচ্ছেন। সত্যিই কি তিনি এর সঙ্গে যুক্ত? কেন বা কীভাবে করছেন? উত্তর জানতে হবে চলচ্চিত্রটি দেখে।
সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন তানজিনা রহমান তাসনিম। তিনি বলেন, “‘লোক’ আমার জীবনের অন্যতম কাজ। আন্তর্জাতিক অঙ্গনে এটি নির্বাচিত হওয়া আমাদের টিমের জন্য গর্বের।” অভিনয়ে আরও আছেন জাহিদুল হক অপু, রিজভী রিজু, লিমন, শেহরিন খান, আল-আমিন হাসান নির্ঝর, আদেল ইমাম অনুপ, ইবনে নূর রাকিব, সাইফুর রাতুল, অনিক ও সৈকত।
চিত্রনাট্য লিখেছেন শেখ কোরাশানী। তিনি জানান, এর আগে তাদের আরেকটি কাজ সোল মেট রাশিয়ার আন্তারিজ ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত হয়েছিল। এ অর্জনগুলো ভবিষ্যতের কাজে অনুপ্রেরণা যোগাবে।
‘লোক’-এর নির্বাহী প্রযোজনা ও সম্পাদনা করেছেন কনক খন্দকার। সিনেমাটোগ্রাফি করেছেন রাফি উদ্দিন, সংগীত করেছেন অভিষেক ভট্টাচার্য। কস্টিউম ডিজাইন করেছেন নাবিলা ইলিয়াছ তুরিন এবং শিল্প নির্দেশনায় ছিলেন সাদিয়া সিরাজ সাবা ও কানিজ ফাতেমা লাবণ্য।