ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চঞ্চল চৌধুরী ও শান্তার বিবাহবার্ষিকী: নস্টালজিক পোস্টে ব্যক্ত হলেন অভিনেতার অনুভূতি

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Aug 28, 2025 ইং
ছবির ক্যাপশন: চঞ্চল চৌধুরী, স্ত্রী শান্তা এবং পুত্র শুদ্ধের ১৫ বছর আগের পরিবারিক ছবি। ছবির ক্যাপশন: চঞ্চল চৌধুরী, স্ত্রী শান্তা এবং পুত্র শুদ্ধের ১৫ বছর আগের পরিবারিক ছবি।
ad728

আজ বৃহস্পতিবার অভিনেতা চঞ্চল চৌধুরী ও শান্তা দম্পতির বিবাহবার্ষিকী। এই উপলক্ষে গতকাল বুধবার রাতে চঞ্চল ফেসবুকে তাদের পুরনো একটি ছবি শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে তিনি নিজের ভুলে যাওয়ার অভ্যাসের কথা উল্লেখ করেছেন।

চঞ্চল লিখেছেন, “এই ছবিটা অনেক বছর আগের। প্রায় পনেরো বছর আগে তোলা। সম্ভবত কোনো পত্রিকার ফটোসাংবাদিক বাসায় এসে ছবিটা তুলেছিলেন। ছবিতে আমাকে, আমার স্ত্রী শান্তা এবং একমাত্র পুত্র শুদ্ধকে দেখা যাচ্ছে। শুদ্ধ তখন ছোট ছিল, আমিও তখন বড় ছোট ছিলাম। আসল কথাই বলতে ভুলে গেছি, আজ যে আমাদের বিবাহবার্ষিকী, সেটাও ভুলে গিয়েছিলাম। শান্তা যখন দুটো শব্দ লিখে মনে করাল, তখন ভেতরে কিছু লজ্জা আর অপরাধবোধ কাজ করছিল।”

তিনি আরও বলেছেন, “আমার ভুলে যাওয়াটা এক ধরনের অসুখ। বছর কয়েক ধরে প্রায়ই এমনটা ঘটে। অভিনয়ে আমি সফল হলেও পার্সোনাল লাইফে অনেক কিছুতে অসফল। এত কিছুর পরও হেড অফিস থেকে তেমন বড় কোনো অভিযোগ আসেনি, তাই এখনো টিকে আছি।” পোস্টের শেষে চঞ্চল স্ত্রীকে ধন্যবাদ দিয়ে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন।

চঞ্চল চৌধুরীকে সর্বশেষ দেখা গেছে পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া দুটি সিনেমা ‘উৎসব’ ও ‘ইনসাফ’-এ। ‘উৎসব’-এ তিনি ভূতের চরিত্রে অভিনয় করেছেন, আর ‘ইনসাফ’-এর শেষ দৃশ্যে অতিথি চরিত্রে উপস্থিত ছিলেন, যেখানে তিনি ভয়ংকর এক খলনায়ক হিসেবে হাজির হয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ